হিলি স্থল বন্দর দিয়ে আসা ভারত ফেরত ১জনের করোনা পজেটিভ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

আসলাম উদ্দিন দিনাজপুর প্রতিনিধিঃ
বাংলাদেশের ২য় বৃহত্তম স্থল বন্দর দিয়ে আজ ৫ম দিনে ৪জন পাসপোর্ট ধারী যাত্রী ফেরত এসেছে। যাত্রী দের করোনা পরীক্ষা করে ১জনের দেহে করোনা পজেটিভ
বলে জানিয়েছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম মেডিকেল আবাসিক অফিসার ডাঃ গাদ্দাফি সিকদার
করোনা পজেটিভ পুরুষ ঐ যাত্রীকে দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে ও২জন যাত্রী কে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর ১জন যাত্রী কে নিজ খরচে হিলি আবাসিক হোটেলে ১৪দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তবে ঐ যাত্রীর দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা ঢাকা হতে নমুনা পরীক্ষা করার পর জানা যাবে।
হাকিমপুর পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্ত এ ব্যাপারে বলেন ভারত ফেরত যাত্রী দের জন্য আমরা চরম আতঙ্কের মধ্যে আছি
তিনি ভারত ফেরত প্রত্যেক পাসপোর্ট ধারী যাত্রীদের করোনা পরীক্ষা করার জন্য দাবী জানিয়েছেন।
উল্লেখ গত ১৬মে হতে ভারতে আটকে পড়া পাসপোর্ট ধারী যাত্রীদের দু দেশের সিদ্ধান্ত মোতাবেক ফেরত আসা শুরু হয়।
ভারতীয় দুতাবাসের জন্য ৩ দিন পর গত ১৯ মে হতে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত হতে পাসপোর্ট ধারী যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করে তারা চিকিৎসা ওব্যবসার জন্য ভারতে গিয়ে করোনা ভাইরাসের জন্য আটকা পরেন।




error: Content is protected !!