সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমান বাহিনীর দেওয়া ত্রান সামগ্রী নিতে গিয়ে ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টারের উপর থেকে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় শতাধিক বন্যার্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ সহায়তা নিতে গেলে উপর থেকে ছুঁড়ে দেয়া ত্রাণ বন্যার্তরা সবাই দৌড়াদৌড়ি করে ধরতে গেলে ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তাহিরপুর সদর ইউনিয়নের বাসিন্দা ইউসুফ মিয়া, সায়েম মিয়া, লুৎফুর রহমান সহ সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার উপ পুলিশ পরিদর্শক অপূর্ব রায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলিকপ্টারের উপর থেকে ছুঁড়ে দেয়া ত্রাণ সামগ্রী সবাই একসাথে ধরতে গেলে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান জানান, ত্রাণ সামগ্রী নিতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের সবাইকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।