হ্যাচারী রক্ষায় কাজ চলমান স্থায়ী রক্ষার জন্য ব্লক ফেলা হবে-ইউএনও

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ৯, ২০২২
আসলাম পারভেজ, চট্টগ্রাম থেকে
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিদুল আলমের প্রচেষ্টায় দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী সংলগ্ন উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাছুয়াঘোনা হ্যাচারীকে হালদা গর্ভে বিলীন হওয়া থেকে বাঁশ, গাছের খুঁটি ও বালুর বস্তা ফেলে রক্ষার কাজ চলমান রয়েছে। গতকাল সোমবার পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। এর আগে রোববার ইউএনও এবং স্থানীয় চেয়ারম্যান মোঃ শাহেদুল আলম কাজ শুরু করেন। কোনমতে রক্ষা হলেও স্থায়ী রক্ষার জন্য ভাঁঙ্গন স্থান ও এর আশেপাশে ব্লক ফেলার জন্য উর্ধ্বতনদের কাছে লিখিত আকারে জানাবেন বলে জানান, ইউএনও মোঃ শাহিদুল আলম। উল্লেখ্য গত বুধবার থেকে ডিম সংরক্ষণ ও রেণু ফোটানোর সরকারি হ্যাচারী মাছুয়াঘোনা হালদা নদীতে ভাঁঙ্গনের কবলে পড়ে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে তা রক্ষায় তড়িৎ ব্যবস্থা নেন হাটহাজারীর ইউএনও। পরে খবর পেয়ে, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় চেয়ারম্যান, জেলা ও  মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।



error: Content is protected !!