১৫ দফা দাবীতে মোংলা বন্দরে নৌযান শ্রমিকদের মানববন্ধন, ১৯ অক্টোবর সন্ধ্যা থেকে কর্মবিরতির হুঁশিয়ারী

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

আলী আজীম,মোংলাঃ

ঢাকা, খুলনা, মোংলা ও চট্টগ্রামসহ সকল নদী বন্দরে নৌ শ্রমিকদের ট্রেনিং সেন্টার স্থাপন, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র চালু, সার্ভিস বুক প্রদাণ, শতভাগ খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ লাইটার শ্রমিক এ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার(১৫অক্টোবর) দুপুরে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে লাইটার শ্রমিক এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির মোংলা শাখার সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু ও বাবু হাওলাদার। এ সময় বক্তারা বলেন, আগামী ১৯ অক্টোবর সন্ধ্যার মধ্যে তাদের দাবীকৃত ১৫ দফা দাবী মেনে না নিলে ওইদিন সন্ধ্যা থেকে সারাদেশে নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করবে।




error: Content is protected !!