২ কেজি গাঁজাসহ মোল্লাহাটে আটক-১

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের মোল্লাহাট থেকে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) মোঃ বাবুল মোল্লা(৩৯) কে প্রায় দুই কেজি গাঁজাসহ আটক করেছে।

মোল্লাহাট থানাধীন ৪নং কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামস্থ্য জনৈক মোল্লা হেদায়েত উল্লাহ এর সার ও কীটনাশক দোকানের সামনে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। আটক বাবুল মোল্লা বেতবাড়ীয়া গ্রামের মোঃ সেকেন্দার মোল্লা এর ছেলে।

আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে। তাঁর বিরুদ্ধে বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।




error: Content is protected !!