৩ টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ রামপালে ২ চোরা শিকারি আটক

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-

বাগেরহাট পূর্ব সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে ৪২ কেজি হরিণের মাংসসহ বাবা-ছেলেকে আটক করেছে বাগেরহাট ডিবি পুলিশ।মঙ্গলবার(২ফেব্রুয়ারি) ভোররাতে জেলার রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছ থেকে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারীকে আটক করা হয়।
আটক দুই শিকারী হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৭)।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিং-এ বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এসআই গাজী ইকবারের নের্তৃত্বে মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের চোরা শিকারী আব্দুর রহমান শেখ ও মোস্তাকিন শেখকে আটক করা হয়।
আটক দুই চোরা শিকারীর নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।




error: Content is protected !!