৫দিন বন্ধ থাকার পর হিলি স্থল বন্দর দিয়ে আগের এলসি করা পেয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু
আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুর;
ভারত পেয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষনা দেওয়ার টানা৫দিন পর আগের এলসি করা পেয়াজ ভর্তি ট্রাক দিনাজপুরে হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
হটাৎ করেই ভারত পেয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার কারনে আগে হতে এলসি করা পেয়াজ ভর্তি ২০০হতে ২৫০টি ট্রাক ভারতে আটকে পড়েছিল।
এদিকে বাংলাদেশের পেয়াজ আমদানি কারকেরা পেয়াজ ভর্তি ট্রাক ওপারে আটকে থাকার কারনে পেয়াজ নষ্ঠ হওয়ার আশংকা করে ছিল।
অনেক কথা বার্তা দফায় দফায় ওপারের রপ্তানি কারকদের সহযোগিতায় টানা ৫দিন পর অবশেষে আটকে পড়া পেয়াজ ভর্তি ট্রাক গুলো বাংলাদেশে প্রবেশ করার অনুমতি দিয়েছে ভারত সরকার।
আজ হিলি স্থল বন্দরে পেয়াজ ভর্তি ট্রাক প্রবেশ করেছে। এদিকে পেয়াজ বন্দরে প্রবেশের সংবাদে স্থানীয় হাট বাজার গুলোতে কেজি তে ২০ হতে ২৫টাকা কমতে শুরু করেছে।
গতকাল যে পেয়াজ ৭০হতে ৯০টাকা বিক্রয় হয়েছে আজ তা ৫০হতে ৬০টাকা কেজি দরে বিক্রয় হতে দেখা গেছে।
আগামীকাল হতে পেয়াজের দাম আর ও কমতে পারে বলে জানিয়েছেন স্থানীয় পেয়াজ আমদানী কারকেরা।