৬ মাসে ১ দিন কিংবা সাপ্তাহে ১ দিন নয়,২৪ ঘন্টা আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই-মঈনুল হাসান নাহিদ

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মে ৯, ২০২৪
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ,
৬ মাসে ১ দিন কিংবা সাপ্তাহে ১ দিন নয় আপনারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে ২৪ ঘন্টা আমি আপনাদের খাদেম হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আমার কাছে গেলে কারো মাধ্যমে যেতে হবে না। আমাকে রাস্তা ডাক দিয়ে দাড় করিয়ে আমার  সাথে কথা বলতে পারবেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন রাত ৩ টা বাজে ফোন করে যদি আমাকে না পান তাহলে আপনারা আমাকে ভোট দিয়েন না। বিক্রমপুরের মানুষ মানুষের কাছে খাবার চায় না, চায় সম্মান। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের সম্মান অক্ষুন্ন রেখে আপনাদের সেবা করে যাবো। আমাকে প্রতিদিন উপজেলা পরিষদে আমার কার্যালয়ে পাবেন। সেবা নিতে গিয়ে বসে থাকতে হবে না। এমনকি আমার কাছে যেতে কোন লোকও ধরতে হবে না। কোন সময় আমার কাছে গিয়ে শুনবেন না আমি ব্যবসার কাজে ঢাকায় কিংবা দেশের বাইরে আছি ১৫ দিন পরে আসবো। ছুটির দিন বাদে আপনারা  আমাকে  ২৪ ঘন্টা পাবেন। আপনারা খবর নিয়ে দেখবেন আমি কোন বিচার আচার গিয়ে টাকা পয়সা খেয়েছি কিনা, কারো জমি দখল করে ভরাট করেছি কিনা, কারো টাকা মেরে খেয়েছি কিনা। কাউকে হয়রানী করেছি কিনা। আমার চরিত্রের ব্যপারে খোঁজ খবর নিয়ে যদি আমাকে সৎ এবং যোগ্য মনে হয় তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচনি মাঠে বিভিন্ন সভা সমাবেশ ও উঠান বৈঠকে এমন প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছে ভোট প্রত্যাশা করছেন জণপ্রিয়তার শীর্ষে থাকা সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল। আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে চেয়ারম্যান প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৫ জন প্রার্থীর প্রার্থীতা বৈধ হিসেবে ঘোষনা করা হয়। চেয়ানম্যান প্রার্থীদের  তিনজন প্রার্থীকে গণসংযোগ ও সভা সমাবেশের মধ্য দিয়ে সক্রিয় থাকতে দেখা গেলেও নির্বাচনী মাঠে জণসেবামূলক এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে  কাউকেই ভোট প্রত্যাশা করতে লক্ষ করা যায় নি। এদিকে চেয়ানম্যান প্রার্থীদের সততা যোগ্যতা ও কর্মদক্ষতার উপর ভিত্তি করে ২৪ ঘন্টা জণসাধারণকে সেবা প্রদানসহ সুখ দুঃখে তাদের পাশে থাকবে এমন প্রার্থীকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেছে নিবেন।  স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ সাধারণ ভোটারদের কাছ থেকে  এমনটাই জানা যাচ্ছে।



error: Content is protected !!