নন্দীগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২১ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় নন্দীগ্রামে একটি র‍্যালি বের হয়। এরপর বিকেল ৫ টায়  দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, মজনুর রহমান, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, ২নং নন্দীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন ফকির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, ছাত্রলীগ নেতা শুভ আহম্মেদ ও সাইফুল ইসলাম দুলাল প্রমুখ। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 




error: Content is protected !!