প্রকাশিত: ৪:০১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

অপরাধ ডেস্কঃ করোনার মহামারীতে চলছে মৃত্যুর মিছিল। করোনার থাবায় বাংলাদেশে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। চলছে লকডাউনের, প্রভাবে হিমশিম খাচ্ছে অস্বচ্ছল মানুষ। তাদের জন্য সরকার চালু করেছে বিশেষভাবে খোলা বাজারে চাল বিক্রির (এএমএস) ব্যবস্থা। তবে এ সময়ে ১০ টাকা কেজি দরে চাল কেনার সামর্থও নেই অনেকের। ফলে বিপাকে অসংখ্য কর্মহীন শ্রমজীবী মানুষ।

এ অবস্থায় হবিগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। নিজের বেতন-ভাতার টাকা দিয়ে তিনি পরিশোধ করে যাচ্ছেন ওএমএস কার্ডদারীদের চালের মূল্য। উপকারভোগীরা পাচ্ছেন বিনামূল্যে ১০ টাকা কেজির চাল।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ১ হাজার ৮০০ ওএসএস কার্ডদারীর বিপরীতে ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




error: Content is protected !!