কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি কে বই উপহার লেখকের।

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিবেদক

রিয়েলস্টিক গ্রামার এন্ড কম্পোজিশন হ্যান্ডনোট শিক্ষার্থীদের দুশ্চিন্তা দুর করতে সহায়ক হবে।

ভেড়ামারা প্রেসক্লাবে সোমবার সন্ধ্যায় বইটির লেখক এসে উপহার হিসাবে সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটনের হাতে তুলে দেন।

রিয়েলস্টিক গ্রামার এন্ড কম্পোজিশন হ্যান্ডনোট।
৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী ও এসএসসি শিক্ষার্থীদের জন্য।

লেখক : মো. আজবাহার আলী-এমএ,বিএড।
সহ- শিক্ষক, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়।
ভেড়ামারা, কুষ্টিয়া।

বইটির বৈশিষ্ট্য ; নম্ব ও সম্যক ধারণা অর্জনে শিক্ষার্থীদের জন্য এক সহায়ক গাইড হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ বইটি।
পরীক্ষার হলে কমন, কমন করে পাগল হতে হবে না।।




error: Content is protected !!