মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আবারো রেকর্ড ৬৭ জনের করোনা শনাক্ত! হাসপাতালে রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। কুষ্টিয়া হাসপাতাল ঘুরে দেখা গেছে রোগীর খুব চাপ। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনা সিনটম নিয়ে বেশি ভর্তি হচ্ছে। তাই এসব অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।এবিষয়ে কথা বললে,কুষ্টিয়া সিভিল সার্জন বিশেষ লকডাউনের প্রস্তাব দিয়েছেন।এবং এবারের লকডাউন আগের চেয়েও আরো কঠোর করতে হবে নতুবা করোনার এই বেড়ে যাওয়ার হার কোনোভাবেই কমানো সম্ভব হবেনা,এমনটাই জানিয়েছেন সিভিল সার্জন।সীমান্ত বর্তী সাত জেলাকে সরকার কতৃক লকডাউনের আওতায় রাখার ঘোষণা থাকলেও তার কোনো কার্যকারিতা দেখা যায় নি কুষ্টিয়া শহরে। বিশেষ করে মাস্ক ব্যাবহারে অনিহা প্রকাশ করেছেন অনেকেই।
তবে দ্রুত মাঠপর্যায়ে সরকার ঘোষিত লকডাউন অন্য ছয় জেলার ন্যায় কুষ্টিয়াতেও পালিত হবে এমনটাই আশা করছেন সচেতন মহল।