শায়েস্তাগঞ্জ নতুন ঘরের চাবি পেল আরো ১৫টি পরিবার

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২১

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আশ্রয়ন প্রকল্প এর আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পেলেন আরো ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এর আগে প্রথম পযার্য়ে উপজেলায় ৫৫টি পরিবারকে এসব ঘর দেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় মুজিব বর্ষ উপলক্ষে গণ ভবন থেকে ভাচুর্য়ালি যু্ক্ত হয়ে গৃহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।  শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম সভাপতিত্বে  প্রধানমন্ত্রীর ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে  উপস্থিত ছিলেন  শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ  আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোঃ গাজীউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার,জেলা পরিষদের সদস্য মোঃ আবদুল্লাহ সরদার,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের সরকারী ও বেসরকারী, এনজিও কর্মকতার্, শিক্ষক   মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।  




error: Content is protected !!