শায়েস্তাগঞ্জের লাইন লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ১৩ ঘন্টার পর রেল চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৩

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের লস্করপুর নামক স্থানের তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়েছে। ফলে ১৩ ঘন্টার পর সিলেট- ঢাকা, সিলেট-চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।বুধবার (22 নভেম্বর) রাত সাড়ে 8 টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে
জংশন এর আউতাধীন লস্করপুর ষ্টেশনের অদুরে রাউতগাঁও নামক স্থানে সিলেটগামী তেলবাহী ট্রেনের দুটি বগি
লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত আড়াই টায় আখাউড়া
থেকে উদ্ধারকারী রিলিপ ট্রেন অাসে।দীর্ঘ ১৩ ঘন্টা উদ্ধার কাজ করে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল
পৌনে ৯টায় বগিগুলি উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি সিলেটের উদ্দ্যেশে ছেড়ে যায়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে
ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী এ প্রতিনিধিকে জানান বুধবার রাত আড়াই টা থেকে বৃহস্পতিবার সকাল
পৌনে ৯ টা পর্যন্ত টানা ১৩ ঘন্টা উদ্ধার কাজ করা হয়েছে। এখন সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল
যোগাযোগ স্বাভাবিক হয়েছে।




error: Content is protected !!