নোয়াখালীতে পুলিশসহ ৬৬ জনের করোনা শনাক্ত মোট আক্রান্ত ১৯৭১ জন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

মোঃ ইব্রাহিম,নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৭১ জনে দাঁড়িয়েছে। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সদর ১১ জন, সুবর্ণচর ১৯ জন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জ ১৩ জন, সোনাইমুড়ীত একজন, চাটখিল ৯জন, সেনবাগ ৩জন, কোম্পানীগঞ্জ ৯জন ও কবিরহাট উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
জেলায় মোট আক্রান্ত এক হাজার ৯৭১, যার মধ্যে সুস্থ হয়েছেন ৮১৩ ও আইসোলেশনে রয়েছেন এক হাজার ১১৬ জন। কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তি আছেন ৩৯ জন।সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়েলা সুলতানা ঝুমা বলেন, উপজেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে নয়জন পুলিশ সদস্য, দুজন ব্যাংক কর্মকর্তা ও দুজন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।




error: Content is protected !!