ঝিনাইদহের মহেশপুরে মাওলানা মোস্তফা কামাল এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানব বন্ধন
মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাংগা গ্রামের কুশাডাংগা প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এবং পল্লী চিকিৎসক মোস্তফা কামাল এর বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুস্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় কুশাডাংগা গ্রামের পল্লী চিকিৎসক মোস্তফা কামাল এর নিজ বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পল্লী চিকিৎসক মোস্তফা কামাল অভিযোগ করেন,তিনি কুশাডাংগা প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি। গত ২৩ জুন রাতে ৪নং স্বরূপ পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান তার পরিষদে ডেকে নিয়ে ৩টি চেকে সই করিয়ে নেয়। সে চেকগুলি একই স্কুলের শিক্ষক আঃ সালাম, আবুবকর, আব্দুল হান্নান ও শাহিন আলমের মাধ্যমে চেয়ারম্যান মিজানুর রহমান কাজে লাগিয়ে ওই পল্লীচিকিৎসক মোস্তফা কামাল এর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে পারে। ফলে তিনি বাদী হয়ে ঝিনাইদহের আদালতে চেক উদ্ধার ও ১৪ লাখ ৩৪ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করার অভিযোগ এনে স্বরূপ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ও শিক্ষক সালাম, আবুবকর, হান্নান ও শাহিন আলমের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়ের করেন। এসব মামলায় আসামীদের প্রতি সমন জারীর আদেশ হয় এবং সার্চ ওয়ারেন্ট ইস্যু হয়। তাই পল্লী চিকিৎসক মোস্তফা কামাল এর প্রতি গভীর ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করছে চেয়ারম্যান মিজানুর রহমান ও ওই ৪ জন শিক্ষক। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওই চক্রটি স্থানীয় দত্ত নগর কৃষি ফার্মের শ্রমিকদের ডেকে এনে মোস্তফা কামাল এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মানববন্ধন পালন করে। তিনি আরো অভিযোগ করেন, চেয়ারম্যান মিজানুর রহমান এর মদদে ওই ৪ জন শিক্ষক পল্লী চিকিৎসক মোস্তফা কামালকে খুন করে গুম করার হুমকি দিচ্ছে। তাছাড়াও তার বিরুদ্ধে নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও নানা ধরনের ষড়যন্ত্র করছে চক্রটি। ফলে এসব চক্রান্তের প্রতিবাদ, দোষীদের বিচার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে কুশাডাংগা গ্রামের মানুষ। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি সাইফুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগ নেতা এনামুল হক, জুলফিকার আলি, মফিজ উদ্দিন, মহিলা মেম্বার উম্মে কুলসুম ও শিক্ষক শান্তা খাতুন সহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ।