নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতায় গার্মেন্টস শ্রমিকদের ভোগান্তি

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

মোঃ শৌভন আহম্মেদ সবুজ,নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার সাওঘাট এলাকায় গত কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক শত শ্রমিক গার্মেন্টস এ যাওয়া আসা করে কিন্তু এলাকার কোনো জনপ্রতিনিধি এ দিকে উদ্যোগ নিতে দেখা যায়নি। শুধু সাওঘাটেই না চুঙ্গির পাড়,বড়মসজিদ পাড়া সহ গোলিকান্দাইলের বেশ কিছু জায়গায় দেখা গেছে এমন জলাবদ্ধতা। এতে করে এলাকায় বারছে ডেঙ্গু আতংক, জ্বর ঠান্ডা সহ পানি বাহিত রোগে। কেউ কেউ ব্যাক্তিগত উদ্যোগে বালুর বস্তা তৈরী করলেও এতে করে তেমন কোনো লাভ হয়নি। শুধু পানি বাড়ছে তাই নয় পানি থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে এতে করে এলাকার মানুষ খুবিই বিরক্তিকর পরিস্হিতে আছে । খুব দ্রুত পয়নিষ্কাশনের দাবি এলাকার সচেতন মহলের।




error: Content is protected !!