হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত৷

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২০

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত৷ গতকাল শনিবার বিকাল ৪ঘটিকায় ফোরামের প্রধান কার্যালয় আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ উক্ত সভা অনুষ্ঠিত হয়৷
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার তথা বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র সম্মানিত সদস্যবৃন্দ৷
বিশিষ্ট সংগীত শিল্পী ও ওস্তাদ এখলাছুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র সভাপতি গীতিকার ও সংগীত শিল্পী এম.মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানটি সুন্দর ও সুস্টভাবে সম্পন্ন হয়৷
এতে বক্তব্য রাখেন উপদেষ্টা ও নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ সুলতান আহমদ , মোঃ দবির মিয়া ভান্ডারী, মোঃ লেবু মিয়া, ফকির ফজলু মিয়া, সহসভাপতি গীতিকার মোঃ মামুনুর রশিদ গীতিকার ও ওস্তাদ বাউল বিরহী রাজু, ফকির গফুর মিয়া,শাহ সাজ্জাদ মিয়া,বাউল শিল্পী জালালী পারভেজ, এতে
স্বাগত বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব৷ অন্যান্যর মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শিল্পী উজ্জ্বল সরকার যন্ত্রিক শিল্পী আক্কাছ মিয়া. মোঃ দুরুদ মিয়া, মশুদ মিয়া,মধু বয়াতি,,নানু মিয়া,শিল্পী জসিম উদ্দিন, শিল্পী সনজিত কর,শিল্পী বিরহী মিলন,শিল্পী বিরহী জুবেদ আলী,হাবিব মিয়া সহ সম্মানিত সদস্য বৃন্দ৷ অনুষ্ঠানে বাউল ফোরামের নেতৃবৃন্দ বলেন, দেশের আধ্যাত্মিক গুণী সাধকদের
আদর্শে অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে বাউলরাও ভুমিকা রাখছেন,তাই বাউল সম্রাট ওস্তাদ শাহ্ আব্দুল করিম,রাধা রমন,ফকির লালন সাইজি সহ গুণী সাধকেরা, সব ধর্মের মানুষ ও দেশের কলাাণে সদা সত্য পথে চলতে মানুষকে মানবতাবাদের পথে ডাক দিয়েছিলেন। যেভাবে সাধকেরা অহিংস মানবতার ব্রত নিয়ে মানুষের কল্যাণে অসংখ্য গান সৃষ্টি করে গেছেন। তাদের এই অমর সঙ্গীত কোনও ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না। সব ধর্মের ঊর্ধ্বে থেকে সবাইকে সম্প্রীতির বাঁধনে আবদ্ধ করতে মরমী সাধকগন সৃষ্টি করেছিলেন ফকিরি মতবাদ। তাদের আদর্শে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে বাউলদের ভুমিকাও অপরিসীম৷ উক্ত অনুষ্ঠানে মোবাইল কনফারেন্স কলে যুক্তরাজ্য থেকে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন,প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এম.এ মতিন,উপদেষ্টা ও বিশিষ্ট সংগীত শিল্পী ফারুক আহমেদ প্রমুখ৷ উক্ত সভার সিদ্ধান্তক্রমে আগামী মাসের প্রথম দিকে হবিগঞ্জ বাংলাদেশ বাউল ফোরাম ইউকে’র সেরা স্টার প্রতিযোগিতা -২০২০ অনুষ্ঠিত হবে,এতে ৫ জন শিল্পীকে নির্বাচিত করে বিশাল উপহার প্রদানের আশ্বাস প্রদান করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রতিষ্ঠাতা আব্দুল মতিন ৷
অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়৷




error: Content is protected !!