মোংলায় মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে আর্থিক জরিমানা।

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

আলী আহীম,মোংলাঃ

মোংলায় আজ সোমবার দুপুরে মামার ঘাট সংলগ্ন চৌধুরীর মোড় এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে মাক্স ব্যাবহার না করা,ও মোটরসাইকেল এর প্ররোজনীয় কাগজপত্র না থাকায় ২২ব্যাক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোবাইল কোর্ট পরিচালনা কারী কর্মকর্তা মোংলা উপজেলা সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার রাজবংশী বলেন মোংলা উপজেলা প্রশাষন ও নৌ কন্টিনজেন্ট মোংলা এর সহোযোগিতায় করোনা ভাইরাস এর হাত থেকে মোংলার জনসাধারণকে রক্ষা করতেই আমাদের এ মোবাইল কোর্ট পরিচালনা করা।কেউ যেন মাস্ক ছাড়া চলাফেরা না করে।সবাই যেন মাস্ক ব্যাবহার করে এজন্য সবাইকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্যে।এ আইন অমান্য করায় (মাস্ক ব্যবহার না করা,ও মোটরসাইকেল এর প্ররোজনীয় কাগজপত্র না থাকায়) ২২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, মামলায় জরিমানা স্বরূপ ২২ জনের কাছ থেকে ৫১০০ টাকা আদায় করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রাকিব সহ মোংলা নৌ কন্টিনজেন্ট এর সদস্য বৃন্দ।




error: Content is protected !!