ভূলতা ইউনিয়নের চেয়ারম্যান এর বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ।

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

মোঃ শৌভন আহম্মেদ সবুজ,রুপগন্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোমবার দুপুরে ভুক্তভোগী জমির মালিক শামিমা সুলতানা ঝুনু রুপগন্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান তার জমি বর্তমান চেয়ারম্যান আত্মসাত করেছে।

শামিমা সুলতানা ভূলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হারুন অর রশিদের স্ত্রী। বর্তমান চেয়ারম্যান আরিফুল ভুইয়া ও হারুন অর রশিদ আপন দুই ভাই।

শামিমা সুলতানা ঝুনু জানান আমলাবো মৌজার ১০৬নংখতিয়ানের আর এস১৮৪৬নং দাগের ১৬শতাংশ জমি মুল মালিক কোকিলা সুন্দরীর কাছ থেকে তার স্বামী হারুন অর রশিদ খরিদ করেন। দীর্ঘদিন তারা তা ভোগদখল করে আসছে। কিন্তূ বিগত ৫বছর আগে তার স্বামী মারা যাবার পর আরিফুল জোর করে দখল করে রেখেছে সেই জমি । শুধু তাই নয় কোকিলা সুন্দরীর নকল নাতী সাজিয়ে জমি অন্য জনের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। এই জমির বর্তমান মুল্য প্রায় ৩কোটি টাকা ।

এই বিষয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান আরিফুল ভুইয়া বলেন এই জমি তার মৃত ভাই হারুন অর রশিদের। পরবর্তীতে তার স্ত্রী জাল দলিল করে জমি দখল নেয়।এই জমি বিষয়ে তিনি আর তেমন কিছুই জানেনা বলে আমাদেরকে জানিয়েছেন।




error: Content is protected !!