কালীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ কনের মা’কে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

শাহ্ আলম, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার জামাল ইউনিয়নের বড়ডাউটি গ্রামে আব্দুল কাদের বিশ্বাসের নাবালিকা মেয়ে ইতু খাতুনের (১৬) বিবাহের আয়োজন করে। সংবাদ পেয়ে স্থানীয় কোলাবাজর ফাড়ি পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত মেয়ের মা পারুল বেগমকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করে। এসময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার সেজন্য মুচলেকা নেওয়া হয়।
এছাড়া একই এলাকায় আরও দুটি বাল্যবিয়ের পস্তুতি চলছিল তাদের বাড়িতে গিয়ে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করা হয়।




error: Content is protected !!