আজমিরীগঞ্জে নৌ দূর্ঘটনা এড়াতে মাঝিদের লাইফ জ্যাকেট বিতরণ

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০

আজমিরীগঞ্জে নৌ দূর্ঘটনা রোধে লাইফ জ্যাকেট বিতরণ করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান। আজ ১২ আগস্ট, ২০২০ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা সদরের লঞ্চঘাট নৌঘাটে জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয়ের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান নৌ দূর্ঘটনা রোধে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেন।
হাওর বিদৌত আজমিরীগঞ্জ উপজেলায় বর্ষা মৌসুমে নৌ পথই হলো যোগাযোগের প্রধান মাধ্যম। ইদানিং জলপথে বিভিন্ন জায়গায় দূর্ঘটনা ঘটায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নৌ চলাচলের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এবং বেশ কয়েকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
আইনের কঠোর বাস্তবায়নের সাথে সাথে মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাত জেলা প্রশাসক, হবিগঞ্জ এর উদ্যোগে দারিদ্রসীমার নিচে বসবাসরত মাঝিদের জীবন রক্ষার্থে লাইফ জ্যাকেট বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত মাঝিদের অধিক যাত্রী বোঝাই করে নৌকা না চালাতে ও জীবনরক্ষাকারী সরঞ্জামসহ নৌকা চালানোর জন্য দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।




error: Content is protected !!