চাঁদপুর জেলায় হাজীগঞ্জে স্ত্রীর মৃত্যুর ৫ দিন পর করেনা চলে গেলেন স্বামী

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

আলমগীর বাবুঃ চাঁদপুর প্রতিনিধিঃচাঁদপুর হাজীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে স্ত্রী মৃত্যুর ৫ দিন পর স্বামীও করোনার উপসর্গে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নতুন করে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।
জানা যায়, হাজীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাড্ডা গ্রামের তাজুল ইসলাম (৬৩) গত ২১ জুলাই করোনার উপসর্গ নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এরপর তার স্ত্রীও করোনার উপসর্গ নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।
পরবর্তীতে তার স্ত্রী সেতারা বেগম খুকু মনির (৫৫) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করলে সেই রিপোর্ট পজেটিভ আসে। গত শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খুকু মনি মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার রাতে ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তাজুল ইসলাম (৬৩)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তাজুল ইসলামের ৫ ছেলে ও ৪ মেয়ে। এর মধ্যে ৪ ছেলে আমেরিকা প্রবাসী বলে জানা যায়। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।বুধবার দুপরে জানাযা শেষে তাজুল ইসলামকে হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




error: Content is protected !!