কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১২ আগস্ট ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরীর তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এর নেতৃত্বে সদর উপজেলার পুরান থানা বাজার এবং একরামপুর এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদ উত্তীর্ণ দধি বিক্রি,মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস,কাঁচা মাংসের সাথে খাদ্য দ্রব্য রাখার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া ও সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে বিক্রি করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া ও একটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয় যাতে অভিযুক্ত প্রতিষ্ঠান দোষ স্বীকার এবং ভবিষ্যতে এমন কার্য হবে না বলে লিখিত দেওয়ার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১২,০০০/টাকা অর্থ দন্ড আরোপ করা হয় ।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন এস আই হাবিল উদ্দিন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।