প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

মোঃ শৌভন আহম্মেদ সবুজ, রুপগন্জ,নারায়ণগঞ্জ:

রুপগন্জের আমলাবো এলাকায় অবস্থিত সুমাইয়া স্পিনিং মিলে আজ বিকাল ৫টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে আড়াইহাজার ও কাঞ্চন থেকে ছুটে আসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। প্রায় এক ঘন্টা টানা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ জানান এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা মুশকিল তবে আগুন নেভানোর পর সব হিসাব সঠিক ভাবে দেয়া সম্ভব হবে।

এবিষয়ে জানতে চাইলে সুমাইয়া স্পিনিং এর মালিক মোঃ আজহার আলম শ্রমীকদের বরাত দিয়ে জানান ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তার প্রায় দুই কোটি টাকার সুতা ও সুতা তৈরির কাঁচামাল ও মেশিন নষ্ট হয়েছে বলে জানিয়েছেন।

ঘটনাস্থলে সাথে সাথেই ভূলতা পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্স উপস্থিত হয়ে উৎসুক জনতাকে সামাল দিয়ে পরিস্হিতি শান্ত রাখতে চেষ্টা করেন। ফাড়ির এক পুলিশ সদস্য জানান এই অগ্নিকাণ্ডে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




error: Content is protected !!