করোনার ভিতর ও ফকিরহাটে বিভিন্ন স্থানে চলছে প্রকাশ্যে রমরমা জুয়ার আসর।
মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার আসর।
অনুসন্ধানে জানা যায়, ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া,বিশ্বরোড সংলগ্ন শিউলি পেট্রোল পাম্পের সামনে,লখপুর ইউনিয়নের ভট্টখামার,জাড়িয়া মাইটকুমড়া,ও নলধা মৌভোগ সহ উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে জুয়ার রমরমা আসর।
দৈনিক লক্ষ লক্ষ টাকার লেনাদেনা হয় এই জুয়ার আসরে।তবুও দেখার যেন কেউ নেই।
এর ফলে এক দিকে যুব সমাজ চলে যাচ্ছে ধংসের দিকে অন্যদিকে আইন শৃংখলার ব্যাপক অবনতি ঘটছে।
কোথাও বদ্ধ ঘরে, কোথাও খোলা আকাশের নিচে চলে এই জুয়ার আসর।স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় চলতে থাকে এসব জুয়ার আসর। যার কারণে গ্রামবাসী প্রতিবাদ করতে সাহস পায় না।
নাম অপ্রকাশে একাধিক ব্যাক্তি বলেন প্রতিদিন বোর্ড থেকে কিছু অসাধু প্রভাবশালী ব্যক্তিদের মাসিক টাকা দেওয়ার চুক্তিতে চলছে এসব জুয়ার আসর।
বিষয়টি যদি অতি দ্রুত প্রশাসনের নজরে এনে এদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেই তাহলে অাইন শৃঙ্খলা অারও বেশি অবনতি সহ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে বলে মনে করে করে সচেতন মহল।