যুবলীগ কর্মী রবিউল হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় নয়, অতিরিক্ত ডিআইজি মোঃ জিহাদুল কবির।।

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

মিঠুন গোস্বামী রাজবাড়ী প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ জিহাদুল কবির পিপিএম বিপিএম বলেছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার যুবলীগ কর্মী রবিউল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত কেউ ছাড় পাবে না। এমন কি ঘটনার সাথে যদি পুলিশ সদস্য জরিত থাকে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নে বেদবাড়িয়া গ্রামে যুবলীগ কর্মী রবিউল হত্যা ও মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্যদের হামলার শিকার হওয়া এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত ডিআইজি আরো বলেন, রবিউল হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই হত্যা কান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,শুক্রবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে বেতবাড়িয়া গ্রামের যুবলীগ কর্মী রবিউল ইসলাম হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সাবানা আক্তার বাদী হয়ে কালুখালী থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার মধ্যরাতে কালুখালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।

অপরদিকে শনিবার সকালে কালুখালী থানা পুলিশ নিহত রবিউল বিশ্বাসের মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের হামলার ঘটনায় এসআই ফজলুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় অজ্ঞাত দুই শতাধিক গ্রামবাসীকে আসামী করে কালুখালী থানার উপ-পরিদর্শক সোহাগ সাহা একটি মামলা দায়ের করেছেন।




error: Content is protected !!