করোনায় প্রমান করেছে, আবু জাহির এমপি কে ভোট দিয়ে হবিগঞ্জের মানুষ স্বর্থক হয়েছে
অপরাধ ডেস্কঃ করোনার মহামারিতে কর্মহীন মানুষ যখন গৃহ বন্ধি, হবিগঞ্জ সহ সারা দেশ যখন লকডাউনের কবলে পরে বিপর্যস্থ, অনেক সমাজ পতি, জনদরদী, গরীবের বন্ধু নামে পরিচিত লোকগুলি যখন করোনার জন্য মৃত্যুর ভয়ে আত্তঘোপনে ঠিক তখনই মানব সভ্যতার অভীস্বাশ্য নজির স্থাপন করলেন মৃত্যুঞ্জয়ী জননেতা আলহাজ্ব এড. আবু জাহির এমপি। করোনার প্রথম ধাপে মানুষকে সচেতন করতে নিজেই মাইক নিয়ে প্রতিটি এলাকায় করোনার ভয়াবহতা নিজেই মাইকে তুলে ধরেন এবং সাধারন মানুষদের কে মাস্ক দিয়ে সহায়তা করেন। দ্বিতিয় ধাপে জেলাকে লকডাউন ঘোষনার পর কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেন এবং নিজেই তদারকি করেন। মাননীয় প্রধান মন্ত্রীর সাথে করোনা নিয়ে বিশেষ আলোচনায় সাধারন মানুষের মাঝে ন্যয্যমূল্যে খাদ্য সহায়তার বিষয়টি সারা দেশ ব্যাপী আলোচিত হয় যা প্রধান মন্ত্রী এখন সারা দেশে বাস্থবায়ন করছেন। জেলায় করোনা ব্যাপক আকার ধারন করলে চিকিৎসা ব্যবস্থা ও চিকিৎসা সামগ্রীর যাতে অভাব না হয় তা নিশ্চিত করেন। করোনার প্রভাবে বর্তমান মৌসূমে কৃষকের ধান তুলতে যখন সংকট দেখা দেয় প্রতিটি এলাকায় ধান কাটার মেশিন দিয়ে, অন্য এলাকা থেকে ধান কাটার শ্রমিক বিশেষ পরিবহনের মাধ্যমে কৃষকের এনে বেশ প্রসংশিত হন যা দেশের অন্য এলাকায় এই ব্যবস্থা চালু হয়। লকডাউন যখন দির্ঘ হতে থাকে সাধারন মানুষের কথা চিন্তা করে নিজেই নিজের তহবিল থেকে খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দেন। এক পরিসংখ্যানে দেখা যায় হবিগঞ্জের সাধারন মানুষ এড. আবু জাহির এমপির এমন কর্মকান্ডে সর্বস্থরের জনসাধারনের মনের কুঠিরে আরো বিশাল জায়গা করে নিলেন, যা হবিগঞ্জ এবং আবু জাহির একে অপরের অভীচ্ছেদ্ধ্য অংশ। সকলের ধারনা করোনায় প্রমান করেছে, আবু জাহির এমপি কে ভোট দিয়ে হবিগঞ্জের মানুষ স্বর্থক হয়েছে। এনম মহানুভবতার পরিচয়ে মানুষের দোয়ায় সকল বাধা উপেক্ষা করে আরো উচ্ছতার শিকরে আরোহন করবেন বলে ধারনা করছে হবিগঞ্জ বাসী।