কাউখালীতে অসহায় পানিবন্দি ও করোনা মহামারি দুযোর্গে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বেকুটিয়া ও আমরাজুড়ী ফেরীর গ্যাংওয়ে ডুবে যান চলাচলা ব্যহত হচ্ছে
কাউখালীতে ৩০ টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে গত দুইদিন ধরে আমবশ্যার জোয়ার এর প্রভাবে ও সাগরের নি¤œচাপের ফলে তিন চারফুট পানিতে তলিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। উপজেলার কমপক্ষে ত্রিশটি গ্রাম এখন পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়াও উপজেলার নি¤œাঞ্চলের ও চর অঞ্চলে সহ¯্রাধিক মানুষ এখন পানি বন্দি হয়ে অর্ধাহারে অনাহারে রয়েছে। পানি ঢুকেগেছে উপজেলার রূপালী ব্যাংকের নীচ, পোষ্ট অফিসের নিচ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী অফিসের স্থাপনা। পানির নিচে রয়েছে বেকুটিয়া ফেরীর গ্যাংওয়ে, আমরাজুড়ী ফেরীর গ্যাংওয়ে এবং সোনাকুর ফেরীর গ্যাংওয়ে ডুবে যান চলাচল চরম ব্যহত হয়েছে। পানির তোরে ফেরী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেছে। পানির নিচে তলিয়ে যাওয়া গ্রামগুলো হলো, সোনাকুর, গোপালপুর, আমরাজুড়ী, গন্ধর্ব, আশোয়া আমরাজুড়ী, মুগুরা, চিরাপাড়া, সুবিদপুর, বেকুটিয়া, পাংঙ্গাশিয়া, কেশরতা, মেগপাল, সয়না, হোগলাবেতকা, বান্নাকান্দা। এসব গ্রামের নি¤œঞ্চলের মানুষজন পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।