পদ্মায় তীব্র স্রোত, স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে পারাপারে।

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

রাজবাড়ী প্রতিনিধি:

পদ্মায় প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে চলতে হচ্ছে খুব সাবধানে। যে কারণে নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি আমাদের কে জানান, এই নৌরুটে বর্তমানে ১৫ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। যে কারণে পদ্মায় ফেরি পারাপার ব্যাহত হলেও ঘাট এলাকায় তেমন ভোগান্তি নেই।

একদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, পদ্মার পানি রাজবাড়ী দৌলতদিয়া পয়েন্টে ২৪ ঘন্টায় ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।




error: Content is protected !!