
মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা অডিটোরিয়ামে (২৭শে আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান।ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহুরা খানম।
ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এবং ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান করোনাকে জয় করে আবার কর্মব্যস্ততা ফিরেছেন।
এছাড়া সভায় ফকিরহাট উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ- ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মা,শিশু স্বাস্থ্য ডাঃ শাহরিয়ার শামীম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাছরুল মিল্লাত,ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, ফকিরহাট মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) নাজমুল হাসান, ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুন্মিতা ইয়াসমিন উপস্হিত ছিলেন
এছাড়া আরো উপস্হিত ছিলেন,ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যানবৃন্দ-ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু,বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ,লখপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল হোসেন,মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান ফকির রেজাউল করিম,মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার,শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ শহীদুল ইসলাম,পিলজংগ ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ,নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজী মুহাম্মদ মুহাসিন।