ভোর রাতে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরে আগুন

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার থেকে
উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে- ১ আগুন ধরে অন্তত ২০০ টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। কিভাবে এ আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
কিভাবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া না গেলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনেকেই ধারণা করছেন
মঙ্গলবার ভোর থেকে এভাবে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে উখিয়া ফায়ার সার্ভিস ইউনিট।
মঙ্গলবার ভোর থেকে (এভাবে) আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল। সকাল ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিস। এসময় কমপক্ষে ২০ জন রোহিঙ্গা নারী শিশু আহত হয়েছে বলে জানা গেছে ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী এখন ঘটনাস্থলে রয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি পরে জানাবেন বলে জানান।




error: Content is protected !!