কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ এর দেহে কোভিড-১৯ শনাক্ত

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি’র দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন।
শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় নূর মোহাম্মদ এমপির ব্যক্তিগত সচিব মামুনুর রহমান মামুন করোনা শনাক্ত হওয়ার বিষয়টি কলম২৪.কমকে নিশ্চিত করেন।
তিনি গত কয়েকদিন আগে তার নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর করোনার উপসর্গ দেখা দিলে (২৬ আগষ্ট) নমুনা পরীক্ষা করতে দেন। বর্তমানে তিনি নিজ বাসভবনে কোয়ারেন্টিনে আছেন।
জানা গেছে, শুক্রবার (২৮ আগষ্ট) নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। তাকে জানানো হয়েছে, তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তিনি এখন নিজ বাসায় পরিবারের অন্যদের থেকে আলাদা আছেন। এই সংসদ সদস্য তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে তার নির্বাচনী এলাকার জনগণের পাশে ছিলেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের খোঁজখবর নিয়েছেন। সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।




error: Content is protected !!