ঝিনাইদহে করোনাভাইরাসে ডেন্টাল ডাক্তারের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো: আলিম উদ্দিন খান নামে ৬২ বছর বয়সের একজন মারা গেছেন। ৩০-০৮-২০২০ তারিখ রাত ১২.৪০ টার সময় ঝিনাইদহ কোভিড হাসপাতালে (শিশু হাসপাতাল) তিনি মারা যান। তিনি শহরের কেসি কলেজের পার্শ্বে নুর ডেন্টালের মালিক এবং নিজে ডেন্টাল ডাক্তার ছিলেন বলে তার ছেলে শরিফ উদ্দিন জানান। তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার আব্দুর রউফ খানের ছেলে।
গত ২৩ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৪ আগস্ট তিনি ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে ঝিনাইদহে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার সিনিয়র ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন লাশ দাফন কমিটির মাধ্যমে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে ৩০-০৮-২০২০ তারিখ সকালে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৫০ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির মৃতদেহ দাফন এবং শেষকৃত্ত সম্পন্ন করলো।




error: Content is protected !!