
আসলাম পারভেজ,হাটহাজারীঃ দৈনিক প্রথম আলোর হাটহাজারী উপজেলা প্রতিনিধি আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক হোসেন মো.মনসুর আলীর পিতা মো. সিরাজ উদ্দীন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—-রাজিউন)। রবিবার বেলা আনুমানিক ১২ টার দিকে তিনি নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে তিন মেয়ে রেখে যান।
আজ রবিবার আছর নামাজের পর হাটহাজারী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়।
এদিকে সাংবাদিক হোসেন মো.মনসুর আলীর পিতার মৃত্যুতে হাটহাজারী প্রেসক্লাব পরিবার সহ জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ,এম পি হাটহাজারী উপজেলা চেয়ারম্যন এস, এম, রাশেদুল আলম ও হাটহাজারী উপজেলা ইউ,পি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি/ সম্পাদক এ্যডঃ মোঃ শামিম বর্তমান সভাপতি হাসানুজ্জামান বাচ্চু ও নুরুল আহসান লাভু, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল, হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ মির কফিল উদ্দীন ও বিভিন্ন সংগঠন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।