বুড়িমারী ইউনিয়ন যুবলীগের মসজিদে সোলার ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

জুলকার নাইন,লালমনিরহাট প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচি ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ করছে যুবলীগের নেতা-কর্মীরা। ফলজ, বনজ এবং ঔষধি- এই তিন রকম বৃক্ষরোপণে অংশ নিচ্ছে সংগঠনটির নেতা-কর্মীরা।

‘মুজিববর্ষে’র কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘গাছ লাগাই, জীবন বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

নির্দেশনার পর মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা সংগঠনের পাশাপাশি বক্তিগত উদ্যোগে কর্মসূচি পালন করে যাচ্ছেন। এর অংশ হিসেবে বুড়িমারী ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে পঞ্চম দিনের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি,
যুবলীগের পক্ষ থেকে দক্ষিণ আমবাড়ি র ফরাসের বাড়ি মাদ্রাসার পরিচালনা কমিটির হাতে একটি সোলার তুলে দেওয়া হয়।
সাথে ছিলেন বুড়িমারী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তৌফিক ইমাম আজম ও স্হানীয় নেতৃবৃন্দ।




error: Content is protected !!