আলী আজীম,মোংলাঃ
শুক্রবার(২৮ আগস্ট) মোংলার ঐতিহ্যবাহী সরকারী টি,এ,ফারুক স্কুল এন্ড কলেজ মাঠে কুমারখালিস্থ বাদামতলা ক্রিয়া সংঘের উদ্যোগে ৮ দলীয় এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।সোমবার(৩১ আগস্ট)খেলাটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনালে অংশ গ্রহন করে আল-আমিন একাদশ বনাম জয়বাংলা একাদশ এ দুটি দল।
এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মোংলা ক্রিড়া পরিষদ এর সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা পৌর যুবলীগের সভাপতি ও বাগেরহাট জেলা যুবলীগের সদস্য এস,এম,কবির হোসেন।মোংলা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল-আমিন(সানি)এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,মোংলা ক্রিড়া পরিষদের সদস্য সচীব,এম,আর,রানা,মোংলা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান,মোংলা পৌর ছাত্রলীগ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ পারভেজ খাঁন(বাবু),সাংবাদিক মাসুদ পারভেজ, এম,এইচ,শান্ত,রনি শেখ,মোঃ হাফিজুর হাওলাদারসহ স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ। খেলায় উভয় পক্ষ ২-২গোল করে।পরবর্তীতে ট্রাইবেকারে আল-আমিন একাদশ কে হারিয়ে জয়বাংলা একাদশ চ্যাম্পিয়ন হয়।
আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন,এই মোংলা আপনার আমার সকলের। মোংলাকে ভালো রাখতে হলে যুবসমাজকে মাদক মুক্ত রাখতে হবে।প্রতিটা টুর্নামেন্টে উপহার হিসেবে খেলার সামগ্রী দেওয়ার জন্য আহবান জানান তিনি।
এস,এম,কবির হোসেন বলেন,খেলা মানুষের মনকে ভালো করে তোলে।মাদকমুক্ত মোংলা গড়তে খেলার গুরুত্ব অপরিসীম।আলহাজ্ব কামরুজ্জামান জসিম ভাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,প্রতিটা খেলায় ভাইকে পাশে পাওয়া যায়।খেলা ধুলায় তার গুরুত্ব অপরিসীম।
খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।