কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে সর্বশেষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকাশিত রিপোর্টে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৮ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন করোনা শনাক্ত হওয়া ৮ জনই কিশোরগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হয়েছেন।
অন্যদিকে নতুন করে জেলায় মোট ২৩ জন সুস্থ হয়েছেন। এছাড়া এই ২৪ ঘন্টায় জেলায় নতুন কোন মৃত্যু নেই।
এই ২৪ ঘন্টায় জেলার করোনা ডেডিকেটেড কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ৮ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ও সন্দেহজনক মোট ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৪ জন আইসিইউ’তে ভর্তি রয়েছেন।
নতুন সুস্থ হওয়া ২৩ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ১২ জন রয়েছেন। এছাড়া বাকি ১১ জনের মধ্যে তাড়াইল উপজেলার ২ জন, পাকুন্দিয়া উপজেলার ৩ জন, কটিয়াদী উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ৩ জন এবং মিঠামইন উপজেলার ২ জন রয়েছেন।
রোববার (৩০ আগস্ট) ও সোমবার (৩১ আগস্ট) জেলায় সংগৃহীত ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এই ৮ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। অন্যদিকে ৮৬ জনের নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নতুন ৮ জনের করোনা পজেটিভ আসায় জেলার ১৩টি উপজেলায় মোট ২৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মোট ২২৯২ জন সুস্থ হয়েছেন। এছাড়া করোনার ছোবলে এই সময়ে ঝরে গেছে ৪৫টি মূল্যবাণ প্রাণ।
সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১১ জন। তাদের মধ্যে ১৯ জন হাসপাতালে এবং বাকি ১৯২ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
এছাড়া অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভ এবং ২০ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে জানান, প্রকাশিত ৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ৮ জনের পজেটিভ ও ৮৬ জনের নেগেটিভ এসেছে।
ফলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ২৫৪৮ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।
উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮৬৯ জন, হোসেনপুর উপজেলায় ৬৫ জন, করিমগঞ্জ উপজেলায় ১৩৩ জন, তাড়াইল উপজেলায় ১০৬ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ১৩৯ জন, কটিয়াদী উপজেলায় ১৪৯ জন, কুলিয়ারচর উপজেলায় ১২৩ জন, ভৈরব উপজেলায় ৬০৭ জন, নিকলী উপজেলায় ৫১ জন, বাজিতপুর উপজেলায় ২১৪ জন, ইটনা উপজেলায় ৩৩ জন, মিঠামইন উপজেলায় ৪২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১৭ জন এ পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।
তাদের মধ্যে ৪৫ জন মৃত ব্যক্তি রয়েছেন। উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১৪ জন, হোসেনপুর উপজেলার ২ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ২ জন, কুলিয়ারচর উপজেলার ৩ জন, ভৈরব উপজেলার ১৪ জন, নিকলী উপজেলার ৩ জন, বাজিতপুর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।
সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১১ জন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৯৪ জন, হোসেনপুর উপজেলায় ৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৭ জন, তাড়াইল উপজেলায় ৮ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৮ জন, কটিয়াদী উপজেলায় ১৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ৩১ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২০ জন, মিঠামইন উপজেলায় ২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৩ জন বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি রয়েছেন।
জেলার একমাত্র উপজেলা হিসেবে ইটনা উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোন রোগী নেই।