রামুতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিন মজুর যুবকের মৃত্যু

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার রামুতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে৷ এক দিন মজুর যুবকের মৃত্যু হয়েছে। নিহত নজিবুল আলম (৩০) রামুর রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়ার গ্রাম পুলিশ আবু ছৈয়দের পুত্র।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় রাজারকুল রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের সামনে রামু-মরিচ্যা সড়কের পাশে এ ঘটনাটি ঘটে।

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন, নিহত নজিবুল আলম পেশায় দিনমজুর। সকালে বিহার কর্তৃপক্ষের সৃজিত অর্জুন গাছ কাটার সময় গাছের ঢাল বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের তারে পড়ে যায়। এতে ওই ঢালে বসা অবস্থায় নজিবুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
পরে আধঘন্টা পর বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে লোকজন তাকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত নজিবুল আলমের দেড় বছর ও ৩ বছর বয়সী ২ শিশু সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।




error: Content is protected !!