হিলি সীমান্তে ৫কেজি গাঁজা সহ ইজি বাইক ও৫৬পিছ ফেনসিডিল সহ এক নারী আটকঃ

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত বর্তী মাধবপাড়া মেইন রাস্তায় হতে ৫ কেজি গাঁজাসহ একটি ব‍্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার করেছে বিজিবি ২০ ব‍্যাটলিয়ন জয়পুরহাট মংলা বিশেষ ক‍্যাম্পের বিজিবি সদস‍্যরা।
মাদক বিরোধী বিজিবি অভিযানের অংশ হিসেবে নয়ানগর কাটলা রোডে অভিযান চালালে মাদক চোরা কারবারীরা ইজি বাইক রেখে পালিয়ে যায়। এব‍্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনী বিজিবি সদস‍্যরা বলে জানান মংলা বিশেষ ক‍্যাম্পের ক‍্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আঃ হান্নান।
পরে একই অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নয়ানগর গ্রামে অভিযান চালিয়ে রুবিনা খাতুন(৩০)নামে এক মহিলাকে ৫৬ পিছ ফেনসিডিল সহ আটক করেন বিজিবি সদস‍্যরা।
বিজিবি সদস‍্যরা গোপনে জানতে পারেন যে এক মহিলা মাদক চোরা কারবারী ভ‍্যান যোগে নন্দীপুর হতে মাদক নিয়ে যাচ্ছে।পরে নয়ানগর এলাকা হতে ঐ মহিলাকে আটক করে।আটক কৃত মহিলার শরীরে অভিনব কায়দায়৫৬পিছ ফেনসিডিল উদ্ধার করেন বিজিবি মহিলা সদস‍্যরা।
আটককৃত মহিলা দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে।
বিজিবি বাদী হয়ে ঐমহিলার নামে মাদক আইনে মামলা দায়ের পুর্বক হাকিমপুর থানায় সর্পোদ করেন। আর উদ্ধার কৃত গাঁজা ওইজি বাইক সিজার পুর্বক কাস্টমস সে জমা দেওয়া হয়েছে বলে জানান মংলা বিশেষ ক‍্যাম্পের নায়েক সুবেদার আঃ হান্নান।




error: Content is protected !!