পটুয়াখালী পৌরসভার সচিব মরহুম হেলালের দুই সন্তানের দায়িত্ব নিলেন পটুয়াখালী মেয়র মহিউদ্দিন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

এনামুল হক রিংকু লালমোহন ভোলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার সদর পৌরসভার সচিব মরহুম মোঃ হেলাল উদ্দিন হাওলাদার এর দুই সন্তানের দায়িত্ব নিলেন পটুয়াখালী পৌরসভার মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ। গত ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ লালমোহন ঐতিহ্যবাহী সোলাইমান হাওলাদার বাড়ির পারিবারিক আয়োজনে মরহুম মোঃ হেলাল উদ্দিন হাওলাদারের রুহের মাগফেরাত কামনায় সোলায়মান হাওলাদার বাড়ির দরজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।দোয়া মাহফিল অনুষ্ঠানে পটুয়াখালী পৌরসভার কর্মবীর মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ কর্মকর্তা-কর্মচারীদেরকে নিয়ে অংশ গ্রহণ করেন। এসময় মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ মরহুমের স্ত্রী,পুত্র, কন্যা সহ পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করে মরহুমের পরিবারকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করে। বলেন আজ থেকে মরহুম মোঃ হেলাল উদ্দিন হাওলাদার এর দুই সন্তানের দায়িত্ব ভার আমি নিলাম,এমনকি আগামী ১ মাসের মধ্যে পটুয়াখালী পৌরসভা হতে মরহুম মোঃ হেলাল উদ্দিন হাওলাদারের যাবতীয় বেতন বাতা সহ সকল পাওনাদী পরিশোধের আশ্বাস প্রদান করেন তিনি । এসময় পটুয়াখালী জেলার সদর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবান্ধব মেয়র মোঃ মহিউদ্দিন আহম্মেদ প্রতি লালমোহন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং সকল মহল থেকেও তাকে অভিনন্দন জানান।
উল্লেখ
লালমোহন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী সোলাইমান হাওলাদার বাড়ির মৃত সালাইমান হাওলাদারের বড় ভাই মৃত সেকান্দর হাওলাদারের ছেলে ও পটুয়াখালী পৌরসভার কর্মরত সচিব জনাব মোঃ হেলাল উদ্দিন হাওলাদার ০৪/০৯/২০২০ খ্রি, শুক্রবার ভোর ৫.২০ ঘটিকার সময় ঢাকা কমফোরর্ট হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী,,,,,,, রাজিউন)।




error: Content is protected !!