মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাবলিক লাইব্রেরীতে ব্যাংক এশিয়ার অনুদান

হাবিব হাসান (মুন্সিগঞ্জ)প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরায় অবস্থিত সিরাজদিখান পাবলিক লাইব্রেরীতে ব্যাংক এশিয়ার ৫ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান।
গতকাল শনিবার সকালে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান পাবলিক লাইব্রেরির সভাপতি
আশফিকুন নাহারের হাতে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন,ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আরফান আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদ,পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, ব্যাংক এশিয়া সিরাজদিখান শাখার ম্যানেজার বিপুল সরকার, মালখানগর শাখার ম্যানেজার শংকর কুমার রায়, বিআরডিবি চেয়ারম্যান শেখ তাজুল ইসলাম পিন্টু,ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সুমন মিয়া,সাংবাদিক সুব্রত দাস রনক,শেখ আমিন, ইসলাম শেখ প্রমুখ।