দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন আয়ারল্যন্ডের জনগন, বাকী কাজটুকু রাজনীতিক নেতৃবৃন্দের
আব্দুল হান্নন জুন্নুন, আয়ারল্যন্ড:
গত ৮ই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের পর থেকে সারা বিশ্বে নাটকীয় পরিবর্তন ঘটে গেছে কিন্তু দূর্ভাগ্যবশত শুধু আয়ারল্যান্ডের রাজনৈতিক অচলাবস্থা আগের মতন রয়ে গেছে।বেকারত্বের হার পাহড়সম হয়েগেছে,
অতীতের সকল রেকর্ড ভেঙে সরকার গঠন ছাড়াই আয়ারল্যান্ড কাটিয়ে দিয়েছে দীর্ঘ সময়।
এই দুঃসময়ে আয়ারল্যান্ডে কার্যকরী সরকার ব্যবস্থার মাধ্যমে যখন পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন জরুরী ঠিক তখন দেশ চালাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার।দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রীপরিষদ জরুরী কোন নীতিমালা বা প্রকল্প বাস্তবায়ন করতে পারছেনা অপেক্ষায় থাকতে হচ্ছে নতুন সরকারের জন্য।
বিগত সপ্তাহগুলোতে আইরিশ জনগণ প্রমাণ করেছেন তাদের কোন জুড়ি নেই, মহামারীর কারণে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে তাঁরা নিজেদের মানিয়ে নিয়েছেন।এই সাফল্য আর গৌরবের সবটুকু প্রশংসার দাবিদার এদেশের জনগণ।বাকি পথটুকু পাড়ি দেয়ার জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের অচলাবস্থার অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডকে সমৃদ্ধির পথে সাফল্যের মূলমন্ত্রে উজ্জীবিত করতে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে।