মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২১সেপ্টেম্বর) বাগেরহাটের কচুয়ায় হত দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি মূল্যে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোঃ সোহেব আক্তার, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাস সাহা,ফকির মোবাইদুল ইসলাম লিটন সহ প্রমূখ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর এর খাদ্যবান্ধব হতদরিদ্র কর্মসূচি ২০২০ এর করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় কচুয়া উপজেলায় মোট ২৫ জন ডিলারের মাধ্যমে এ চাল বিতরন কার্যক্রম শুরু হয়েছে।উপজেলায় এসকল ডিলারের মাধ্যমে চলমান এই প্রকল্পে ১২.৭২০ মেট্রিক টন চাল
বিতরন এর লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।
এ ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি যদি চলমান থাকে তাহলে দরিদ্র- হতদরিদ্র মানুষ অনেক বেশি উপকৃত হবে।এনিয়ে অনেকে বলেছে এই প্রকল্পের আওতায় আরো মানুষকে যদি সম্পৃক্ত করা হয় তাহলে সত্যিকার অর্থে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন করা সম্ভব।