নবাবগঞ্জে ইউক‍্যালিপটাসের বাগান হতে এক নারীর মৃতঃ দেহ উদ্ধার

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

আসলাম উদ্দিন,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের নবাব গন্জে ইউক‍্যালিপটাসের বাগানের ভিতর হতে সবেদা বেগম(৬০) এক মহিলার মৃতঃ দেহ উদ্ধার করেছে নবাব গন্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের একটি ইউক‍্যালিপটাসের বাগানে স্থানীয় গ্রাম বাসীরা মৃত‍্যু দেহ টি দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ মৃত‍্যু দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃতঃ মহিলা জয়পুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী বলে জানা যায়।
ঐ মহিলা কবিরাজের বাড়ী যাওয়ার জন‍্য বাড়ি হতে বাহির হন কিন্তু বাড়িতে আর ফিরে আসে নি। আজ বৈকাল ৪ঘটিকার সময় ইউক‍্যালিপটাস বাগানে তাহার মৃত‍্যু দেহ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ওনাকে হত‍্যা করা হয়েছে।
এব‍্যাপারে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অশোক কুমার জানান লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে মামলা দায়ের হয়েছে।




error: Content is protected !!