
আবদুল্লাহ আল মামুন,যশোর জেলা প্রতিনিধি;
যশোর জেলাতে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি ,ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর নানা শ্রেনী পেশার মানুষের।
বৃষ্টিতে কাঁচা রাস্তা গুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে,কাদার ভয়ে অনেকেই ঘর হতে বের হচ্ছে না।
এদিকে দিনমজুর ভ্যান চালক রাজমিস্ত্রী মটরসাইকেল চালক সহ নানা শ্রেনী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
জানতে চাইলে ভ্যান চালক বলেন বৃষ্টিতে যাত্রীরা তাদের সুবিধার্থে তারা ইজিবাইকে চলাচল করছে ,ফলে আমারদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। বৃষ্টিতে ভিজে রাস্তায় থাকলেও কোন যাত্রী উঠছে না ভ্যানে ।
রাজমিস্ত্রী শ্রমিকদের একই অবস্থা বৃষ্টিতে মালিক গণ কাজে নিচ্ছেন না, বাড়িতে বেকার হয়ে বসে আছেন। শ্রমিকদের দিন এনে দিন চলে, একদিন কাজ না হলে সমস্যায় পড়তে হয় তাদের।
তবে কারো প্রতি কোন অভিযোগ নেই তাদের, কেননা রৌদ্র বৃষ্টি সবই আল্লাহ পাকের হাতে । আল্লাহ পাক যেভাবেই রাখেন শুকরিয়া জ্ঞাপন করেন। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়।