ঝিনাইদহে ১৪’শ পিচ ইয়াবা ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ ২ নারী আটক

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ ২ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকেলে হরিণাকুন্ডু পৌরসভা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর স্কুলপাড়ার শহিদুল ইসলামের স্ত্রী হাজের খাতুন (৪০) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৪০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে হরিণাকুন্ডু পৌরসভা এলাকায় অভিযান চালায় তারা। এসময় ১৪’শ পিচ ইয়াবা ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।




error: Content is protected !!