বগুড়ার নন্দীগ্রামে মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে আব্দুল মোমিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই সুবোধ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ১লা অক্টোবর বেলা আনুমানিক দেড় টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার গুন্দইল গ্রাম থেকে মাদক কারবারি আব্দুল মোমিনকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। সে গুন্দইল গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে কথা বললে তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ১লা অক্টোবর বিকেলে পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার এসআই আব্দুর রহিম মামলাটি তদন্ত করছেন।   




error: Content is protected !!