দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সহ আশে পাশে হাট বাজার গুলোতে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্বঃ
আসলাম উদ্দিন, জেলা প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিও আশে পাশের হাট বাজার গুলোতে মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধিও সামাজিক দুরত্ব। হিলি ও আশে পাশের হাট বাজার গুলোতে সরে জমিনে গিয়ে দেখা যায়, মানুষের উপচে পড়া ভিড়। কোন মাক্স নেই স্বাস্থ্য বিধির বালাই নেই নেই কোন সামাজিক দুরত্ব। করোনা ভাইরাস সংক্রমনরোধে গত ২৫শে মার্চ হতে সারা দেশে মুলত অঘোষিত লক ডাউন চলছে।প্রশাসনের পক্ষ হতে জনগন কে সজাগ করতে সব রকম প্রচার প্রচারণা চালোনো হচ্ছে কেউ যেন অযথা বাড়ির বাহিরে বের না হয়। দেশে প্রতিনিয়ত কেভিড19 পজেটিভ আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ১০ তারিখ হতে সামনে ঈদ উপলক্ষ্যে মার্কেট দোকান পাট সকাল ৬টা হতে বৈকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে শর্ত সাপেক্ষে খোলার অনুমতি দেওয়ার পর হতে এসব এলাকার হাট বাজার গুলোতে মনে হচ্ছে সেই আগের অবস্থা। কেউ কোন নিয়ম মানছে না দোকান পাট আগের নিয়মে খোলা রাখা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ইটালী কিংবা যুক্তরাষ্ট্রের মত ভয়াবহ অবস্থা তৈরি হতে বেশী সময় লাগবেনা।এমনীতেই সীমান্ত বর্তী হওয়ার কারণে উপজেলা টি সবচেয়ে বেশী ঝুকিতে রয়েছে। কেভিড19 পজেটিভ রোগীও যেখানে রয়েছে সেই এলাকায় কিভাবে লোক জন নিদিধায় স্বাভাবিক ভাবে সব রকম কর্ম কান্ড চালাচ্ছে উপজেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যান গত দিন গুলোতে যে পরিশ্রমের বিনিময়ে গোটা উপজেলা বাসীকে দিক নির্দেশনা দিয়েছেন মানুষকে বুঝিয়ে বাড়িতে রাখতে সক্ষম হয়েছেন। ঈদের কেনা কাটা করার জন্য দোকান পাট খুলে লোক সমাগমের মাধ্যমে হিতে বিপরীত হওয়া স্বাভাবিক নয়কি? এলাকার সচেতন মহল মনে করছেন দু এক দিনের মধ্যেই পুরো উপজেলা কে লক ডাউনের আওতায় আনা অবশ্যই জরুরী।স্থানীয় প্রশাসন অবশ্যই ব্যবস্থা নিবেন।যতো তাড়াতাড়ি পুরো এলাকা লকডাউন করবে এবং আগের মত পুলিশ র্যাব সেনাবাহিনী নিয়ে যৌথ অভিযান পরিচালনা করবেন।