নোয়াখালীর সেনবাগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

মোঃইব্রাহিম নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নোয়াখালী থেকে প্রাপ্ত ১০ টি হুইল চেয়ার আজ বিকেলে সেনবাগের ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।সেনবাগ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ এর সঞ্চালনায় উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু এবং সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কবির।




error: Content is protected !!